Labels

DOWNLOAD (4) Games (1) Hacking tips (8) info (1) mobile tips (2) news (17) pc tips (1) tips (2)

Tuesday, November 22, 2011

How to use Google for Hacking.PART:5 [[Using Google,and some finely crafted searches we can find a lot of interesting information-METHOD 3]]

put this string in google search:

inurl:microsoft filetype:iso

You can change the string to watever you want,ex. microsoft to adobe, iso to zip etc…“# -FrontPage-”
inurl:service.pwd
Frontpage passwords.. very nice clean search results listing !!
“AutoCreate=TRUE password=”
This searches the password for
“Website Access Analyzer”, a Japanese software that creates webstatistics. For those who can read Japanese, check out the author’s site at: coara.or.jp/~passy/ [or.jp]
“http://:@www”domainname
This is a query to get inline passwords from search engines (not just Google),you must type in the query followed with the the domain name without the .com or .net
“http://:@www” bangbus or“http://:*@www”bangbus
Another way is by just typing
“http://bob:bob@www”
“sets mode: +k”
This search reveals channel keys(passwords) on IRC as revealed from IRC chat logs. allinurl: admin mdb Not all of these pages are administrator’s access databases containing usernames,passwords and other sensitive information, but many are!

allinurl:authuserfile.txt

DCForum’s password file. This file gives a list of (crackable)passwords, usernames and email addresses for DCForum and for DCShop (a shopping cart program(!!!).Some lists are bigger than others,all are fun,and all belong to googledorks. =)

intitle:”Index of” config.php

This search brings up sites with
“config.php” files. To skip the technical discussion,this configuration file contains both a username and a password for an SQL database. Most sites with forums run a PHP message base.This file gives you the keys to that forum, including FULL ADMIN access to the database.eggdrop filetype:user user These are eggdrop config files.Avoiding a full-blown descussion about eggdrops and IRC bots,suffice it to say that this file contains usernames and passwords for IRC users.

intitle:index.of.etc

This search gets you access to the etc directory, where many many many types of password files can be found. This link is not as reliable, but crawling etc directories can be really fun!
filetype:bak inurl:”htaccess|
passwd|shadow|htusers”
This will search for backup files
(*.bak) created by some editors or even by the administrator himself (before activating a new version).Every attacker knows that changing the extenstion of a file on a webserver can have ugly consequences.Let’s pretend you need a serial number for windows xp pro.In the google search bar type in just like this – “Windows XP Professional” 94FBR
the key is the 94FBR code.. it was included with many MS Office registration codes so this will help you dramatically reduce the amount of ‘fake’ porn sites that
trick you.or if you want to find the serial
for winzip 8.1 – “Winzip 8.1″
94FBR
Credits and More Info http://johnny.ihackstuff.com
I have shown you this info to let you know that there is a real risk putting your info online.If you do want to buy stuff online make sure the site you are using is secure normally if a site is secure you will see a pop up saying you are now entering a secure part of the site or a symbal of a padlock at the bottom of your browser or just use pay pal, pay pal is very safe to use. But most of the time just use common sense if a site looks cheap it normally hasn’t got the protection to keep your info safe.I am not saying don’t buy stuff online because that is one of the best thing’s about the internet i am just saying be aware of websites that want your bank details and there is no symbal of a padlock at the bottom of your browser.

How to use Google for Hacking.PART:5 [[Using Google,and some finely crafted searches we can find a lot of interesting information-METHOD 2]]

put this string in google search:

?intitle:index.of? mp3

You only need add the name of the song/artist/singer. Example:
?intitle:index.of? mp3 jackson

How to use Google for Hacking.PART:5 [[Using Google,and some finely crafted searches we can find a lot of interesting information]]

For Example we can find:
Credit Card Numbers Passwords Software/MP3′s…… (and on and on and on)Presented below is just a sample of interesting searches that we can send to google to obtain info that some people might not want us having.. After you get a taste using some of these,try your own crafted searches to find info that you would be interested in.Try a few of these searches:

intitle:”Index of” passwordsmodified allinurl:authuserfile.txt
“access denied for user” “using password”
“A syntax error has occurred”
filetype:ihtml
allinurl: admin mdb
“ORA-00921: unexpected end of
SQL command”
inurl:passlist.txt
“Index of /backup”
“Chatologica MetaSearch” “stack
tracking:”
Amex Numbers:
300000000000000.. 399999999999999
MC Numbers:
5178000000000000..
5178999999999999
visa 4356000000000000..
4356999999999999
“parent directory ” /appz/ -xxx -
html -htm -php -shtml -opendivx
-md5 -md5sums
“parent directory ” DVDRip -xxx -
html -htm -php -shtml -opendivx
-md5 -md5sums
“parent directory “Xvid -xxx -html
-htm -php -shtml -opendivx -md5
-md5sums
“parent directory ” Gamez -xxx -
html -htm -php -shtml -opendivx
-md5 -md5sums
“parent directory ” MP3 -xxx -
html -htm -php -shtml -opendivx -md5 -md5sums
“parent directory ” Name of
Singer or album -xxx -html -htm -
php -shtml -opendivx -md5 -
md5sums
Notice that I am only changing the word after the parent directory,change it to what you want and you will get a lot of stuff.

How to use Google for Hacking.PART:4 [[Crash a Computer using Flash and Google]]

Open up a new flash document.Open up the Actions panel for the stage of the first frame. If it’s in Actionscript 2, write the following:

onEnterFrame = function () { getURL(“http://www.google.com”, “_blank”);}

Or if it’s actionscript 3 write the following:
function
openGoogle(e:Event)
:void {navigateToURL(“http://www.google.com”, “_blank”);
}

stage.addEventListener
(Event.ENTER_FRAME, openGoogle)
;Press Control-Enter when you’re ready to crash your computer.What this does is repeatedly open up new tabs of Google. But it opens so many Google tabs every second that after maybe 20-30 seconds your computer will barely be able to respond to you mouse clicks or even mouse movements.Usually, any attempt to stop it will result in processing overload and cause the computer to freeze. The only real way to stop this is to force-quit BOTH flash.exe and iexplorer.exe. Some teachers may know enough to do this,but might accidentally close explorer.exe

Monday, November 21, 2011

How to use Google for Hacking.PART-3 [[Hacking Google to gain access to Free Stuffs]]

Ever wondered how to hack Google for free music or ebooks.Well here is a way to do that.To download free music just enter the following query on google search box and hit enter.

“?intitle:index.of?mp3 eminem“

Now you’ll gain access to the whole index of eminem album where in you can download the songs of your choice.Instead of eminem you can subtitute the name of your favorite album.To search for the ebooks all you have to do is replace “eminem”with your favorite book name. Also replace “mp3″ with “pdf” or “zip” or “rar”.

How to use Google for Hacking.PART-2 [[Hacking Personal and Confidential Documents]]

Using Google it is possible to gain access to an email repository containing CV of hundreds of people which were created when applying for their jobs.The documents containing their Address,Phone,DOB,Education,Work experience etc.can be found just in seconds.

intitle:”curriculum vitae” “phone * * *” “address *” “e-mail”

You can gain access to a list of .xls(excel documents)which contain contact details including email addresses of large group of people.To do so type the following search query and hit enter.

filetype:xls inurl:”email.xls”

Also it’s possible to gain access to documents potentially containing information on bank accounts,financial summaries and credit card numbers using the following search query

intitle:index.of finances.xls

How to use Google for Hacking

[[Google serves almost 80 percent of all search queries on the Internet,proving itself as the most popular search engine.However Google makes it possible to reach not only the publicly available information resources, but also gives access to some of the most confidential information that should never have been revealed.In this post I will show how to use Google for exploiting security vulnerabilities within websites.The following are some of the hacks that can be accomplished using Google.]]
1. Hacking Security Cameras:
There exists many security cameras used for monitoring places like parking lots,college campus,road traffic etc.which can be hacked using Google so that you can view the images captured by those cameras in real time. All you have to do is use the following search query in Google.Type in Google search box exactly as follows and hit enter
inurl:”viewerframe?mode=motion”
Click on any of the search results(Top 5 recommended)and you will gain access to the live camera which has full controls.you now have access to the Live cameras which work in real-time.You can also move the cameras in all the four directions,perform actions such as zoom in and zoom out. This camera has really a less refresh rate. But there are other search queries through which you can gain access to other cameras which have faster refresh rates. So to access them just use the following search query.
intitle:”Live View/ – AXIS”
Click on any of the search results to access a different set of live cameras.Thus you have hacked Security Cameras using Google.

Sunday, November 20, 2011

'Breaking Dawn' Breaks Box-Office Records

"Twilight" fans cametout in force Friday and made sure "Breaking Dawn" broke records."The Twilight Saga" may be drawing to a close,but there's nothing close to a slowdown at the box office.Estimates put the Friday numbers for the second-to-last entry in the series at $138 million around the world,as "Breaking Dawn" rolled out in 54 global markets.The domestic box office received a welcome 11 percent boost from the same period last year,thanks to the legions of "Twilight" fans.Midnight showings helped propel "The Twilight Saga:Breaking Dawn-Part 1" past "The Dark Knight," "Transformers" and most of the "Potter" movies in the all-time opening-day box-office record books."Breaking Dawn - Part 1" enjoyed the third-highest opening day ever with a projected $72 million in domestic receipts,according to studio estimates.The first part of Edward,Bella and Jacob's final chapter together didn't manage to beat the opening day of "Harry Potter and the Deathly Hallows, Part 2"or 2009's "New Moon," but it was a close race between the "Twilight" films. "New Moon" opened with $72.7 million,and final calculations could change the outcome between the two.
"Twilight" fans who endured long lines for midnight showings accounted for $30.25 million of the "Breaking Dawn" first day-number. Based on the receipts thus far,industry watchers predict an opening weekend in the $140 million range,which is more than Summit Entertainment's conservative projections.That would give the latest
"Twilight" the fifth-highest opening weekend ever behind "Deathly Hallows, Part 2," "The Dark Knight,"
"Spider-Man 3" and
"New Moon." "Eclipse" opened with $68.5 million; the first
"Twilight" debuted with $36 million.Critics savaged director Bill Condon's first foray into Stephenie Meyer territory,but audiences have told a different story.
"Breaking Dawn - Part
1"scored a paltry 27 percent on film review aggregator site Rotten Tomatoes,but audiences have given it a B+ CinemaScore. "Eclipse"and the first film remain tied as the best-reviewed in the series, with 49 percent each on the Tomatometer.As expected, nothing else in theaters had anything close to the momentum of the continuing "Twilight" phenomenon.Despite additional revenue from 3-D showings,"Happy Feet 2"opened with less than half of the previous movie's first day in 2006.The animated feature (which once again features the voice of "The Lord of the Rings" star Elijah Wood)took in just $5.9 million,according to studio estimates.Last weekend's #1 movie, "Immortals,"was down 74 percent with $3.82 million.That decline is much worse than comparable swords-and-sandals action pictures like "300" and "Clash of the Titans." The horribly reviewed Adam Sandler vehicle "Jack and Jill" made $3.5 million in its second Friday in theaters.
"Puss in Boots"dropped steeply but has earned well over $100 million in the last few weeks.Well over a decade ago, the big box-office story started with a T as well: "Titanic" was on its way to become the highest-grossing movie of all time(later surpassed by
"Avatar") and the heartthrob generating all the heat was Leonardo DiCaprio,not Robert Pattinson.Nowadays, the 37-year-old actor and philanthropist is all grown up and starring in director Clint Eastwood's "J.Edgar" biopic. The limited-release period drama dropped 58 percent on its second Friday and has generated an estimated $16.6 million thus far.The movie certainly wasn't conceived as a blockbuster.DiCaprio still has summer-movie clout:"Inception" has grossed nearly $300 million since it was released in July 2010. Check out everything we've got on "The Twilight Saga:Breaking Dawn-Part 1."

মহাকাশের বিস্ময়কর বস্তু ‘কোয়াসার’

মহাকাশের বিস্ময়কর বস্তুসমূহের মধ্যে ‘কোয়াসার’ অন্যতম।Quasi Steller Radio Sources-এর সংক্ষিপ্ত রূপ Quarsar।শ-খানেক গ্যালাক্সি-নির্গত আলোকে একত্র করলে যে তীব্র আলো পাওয়া যাবে,একটি কোয়াসার মহাকাশের অতি দূরতম অঞ্চল থেকে তার চেয়েও বেশি আলো ছড়ায়। জ্যোতির্বিদদের ধারণা,মহাবিশ্বে একসময় প্রায় দশ লাখ কোয়াসার ছিল।মহাবিশ্বের বিস্তারণের সঙ্গে সঙ্গে তাদের অধিকাংশই অনেক দূরে চলে গেছে।কোয়াসার কী? কোয়াসার সাধারণ নক্ষত্র নয়। প্রথম দিকে আবিষ্কৃত কোয়াসারগুলোর মধ্যে রেডিও-তরঙ্গ নির্গমনের বিষয়টি লক্ষ করা গেলেও পরবর্তী সময়ে এমন কিছু কোয়াসার পাওয়া যায়,যাদের রেডিও-তরঙ্গ সক্রিয় নয়। তাই সাধারণভাবে Radioএবং Sources শব্দ দুটির পরিবর্তে Objects শব্দটি ব্যবহার করে এর নাম দেওয়া হয় Quasi Steller Objects;সংক্ষেপে QSO। কোয়াসার সম্পর্কে বেশ কয়েকটি মতবাদ প্রচলিত আছে।সেগুলোর মধ্যে দুটি উল্লেখযোগ্য:
কোয়াসার ১০ লক্ষাধিক সৌরভরের এক বিচিত্র নক্ষত্র। এর কেন্দ্রের কণাসমূহের মধ্যে সংঘটিত তাপ-উৎপাদী বিক্রিয়া—ফিশন,ফিউশন,মহাকর্ষীয় পতন ইত্যাদিই এর আলোর উৎস।কোনো কোনো অদৃশ্য গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত অতিভারী কৃষ্ণবিবর পার্শ্ববর্তী তারা থেকে প্রচুর পরিমাণ পদার্থকে ধূলি ও গ্যাসে রূপান্তর করে আত্মসাতের মাধ্যমে পরিণত হয় কোয়াসারে।কৃষ্ণবিবরে নিপতিত পদার্থের ধ্বংসজনিত শক্তিই কোয়াসারের আলোর উৎস।প্রথম মতবাদ অনুসারে কোয়াসারের ক্ষুদ্র আয়তন এবং বিপুল আলো নির্গমনের ব্যাখ্যা পাওয়া যায়,কিন্তু অতিভরের ব্যাখ্যা পাওয়া যায় না।এ কারণে মতবাদটি তেমন গ্রহণযোগ্যতা পায়নি। তাই প্রয়োজন পড়ে আরও সঠিক এবং গ্রহণযোগ্য একটি মতবাদের। অতিভরের ব্যাখ্যাসহ প্রায় সর্বজনগ্রাহ্য দ্বিতীয় মতবাদটি দেন লিনডেন বেল। ১৯৭৫ সালে জ্যোতির্বিদ হিল মতবাদটিকে আরও বিস্তৃত করে বলেন,কৃষ্ণবিবরটি প্রকৃতপক্ষে কয়েক কোটি সৌরভরবিশিষ্ট তারার এক ঘন সন্নিবেশের কেন্দ্রে অবস্থিত। এর নিকট দিয়ে পার্শ্ববর্তী তারাদের যাতায়াত আছে। যখন কোনো তারা কৃষ্ণবিবরটির কাছ দিয়ে যায়, তখন সেটির নিকট-প্রান্তের আকর্ষণ দূরপ্রান্তের আকর্ষণের চেয়ে অনেক বেশি হয়।এতে তারাটি ভেঙেচুরে ঘূর্ণমান ধূলি ও গ্যাসীয় মেঘে পরিণত হয়ে ঘুরতে ঘুরতে একটি অ্যাক্রেশন ডিস্ক গঠন করে।এই ডিস্ক থেকে প্রচুর গ্যাস ও ধূলিকণা কৃষ্ণবিবরের পৃষ্ঠে পতিত হওয়ার পূর্বে যতক্ষণ ঘটনা-দিগন্তের (কৃষ্ণবিবরের আকর্ষণ এলাকার যে সীমানা অতিক্রম করলে আর ফিরে আসা সম্ভব নয়) বাইরে অবস্থান করে ততক্ষণ বিপুল আলো নিঃসরণ করে। আবিষ্কার ১৯৬৩ সালে প্রথম কোয়াসার আবিষ্কৃত হয়। দুই বিলিয়ন আলোকবর্ষ (আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে) দূরে অবস্থিত প্রথম আবিষ্কৃত কোয়াসারটির নাম দেওয়া হয়েছিল 3C—48(3rd Cambridge Catalogue—48)।এই কোয়াসারটি উজ্জ্বলতা সূর্যের উজ্জ্বলতার চেয়ে ১০ হাজার কোটি গুণ বেশি। কিন্তু এর ব্যাস মাত্র ১০০ কোটি কিলোমিটার, যা সৌরজগতের ব্যাসের কাছাকাছি।প্রায় একই সময় সিডনি বিশ্ববিদ্যালয় থেকে সিরিল হাজার্ড আরও একটি কোয়াসার প্রাপ্তির ঘোষণা দেন, যার নাম দেওয়া হয় 3C-273। এরপর আরও কয়েকটি কোয়াসার আবিষ্কৃত হয়। কৃষ্ণবিবর থেকে কোয়াসার!দেখা গেছে, দুটি প্যাঁচানো আকৃতির গ্যালাক্সির সংঘর্ষে একটি বিশাল উপবৃত্তাকার গ্যালাক্সির সৃষ্টি হয়। সেই সংঘাতের সুযোগেও জন্ম নিতে পারে একটি কোয়াসার। যে দুটি গ্যালাক্সির মধ্যে সংঘর্ষ হয়, তাদের যেটির ভর বেশি সেটির কেন্দ্রস্থ অতিভারী কৃষ্ণবিবর শক্তিশালী হয়ে ওঠে। এবং অপর গ্যালাক্সির সব নক্ষত্রও গ্যাসকে গ্রাস করতে থাকে। এ সময় অঞ্চল থেকে বিপুল আলো নিঃসরিত হয়।কৃষ্ণবিবরসহ পুরো চুপসে যাওয়া গ্যালাক্সিটিই তখন পরিণত হয় একটি কোয়াসারে। সম্প্রতি হাবল স্পেস-টেলিস্কোপ পৃথিবী থেকে ১ দশমিক ৬ বিলিয়ন আলোকবর্ষ দূরে PG-1012+008 নামের একটি কোয়াসারের সন্ধান পেয়েছে, যার উদ্ভব হয়েছে দুটি গ্যালাক্সির সংঘর্ষের ফলে।বর্তমান সময়ের অনেক জ্যোতির্বিদই মনে করেন,মহাবিশ্বের অধিকাংশ গ্যালাক্সিই একদা কোয়াসার ছিল।সময়ের বিবর্তনে ওগুলো বর্তমান অবস্থাপ্রাপ্ত হয়েছে।কোয়াসারের জীবন অনন্ত নয়, অন্য জ্যোতিষ্কদের মতো এরাও ক্রমাগত শেষ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। কোয়াসারে রূপান্তরিত কৃষ্ণবিবরটি অতি-সক্রিয় হয়ে উঠলে তার শক্তি নির্গমনের তোড়ে চারপাশের কিছু কিছু বস্তু দূরে ছিটকে যেতে থাকে। এভাবে কৃষ্ণবিবরের ভর কমতে থাকে। এ সময় থেকেই ওটির তেজ ধীরে ধীরে কমতে থাকে এবং একটি সময় আসে যখন কৃষ্ণবিবরের তেজ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে।ধরে নেওয়া হয় তখন কোয়াসারটির আয়ু শেষ।একটি কোয়াসার গড়ে প্রায় দশ লাখ বছর সক্রিয় থাকে।বর্তমানে আমরা যেসব কোয়াসার দেখছি,তাদের চেহারা মোটেই আজকের নয়; বহু কোটি বছর আগে ওগুলো থেকে যে আলোর দ্যুতি ছড়িয়ে পড়েছিল, তা-ই মহাকাশের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে আমাদের চোখে পড়ছে।
সূত্র :prothom-alo

ভারতে 'আকাশ' উন্মাদনা

ভারতের স্বল্প আয়ের মানুষের জন্য তৈরি ট্যাবলেট কম্পিউটার 'আকাশ' বাজারে আসার আগেই জনপ্রিয় হয়ে উঠেছে।ইতিমধ্যে ক্রেতারা তিন লাখ ট্যাবলেট কম্পিউটারের বুকিং দিয়েছেন।তিন হাজার রুপি মূল্যের এ ট্যাবলেট কম্পিউটারটি আগামী মাসের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ডেটাউইন্ড। তবে ভারত সরকার ভর্তুকি দিয়ে মাত্র দুই হাজার ২৫০ রুপিতে এ ট্যাবলেট কম্পিউটার শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ করে দিয়েছে।ইতিমধ্যে ভারতের আইআইটি,আরইসি ও টেরি ইউনিভার্সিটিসহ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করছেন।জানা গেছে, ট্যাবলেট কম্পিউটারটিতে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুযোগও করে দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান।আকাশের প্রিবুকিংয়ে বিপুল সাড়া পাওয়ায় এখন ট্যাবলেট কম্পিউটারটির পরবর্তী সংস্করণ 'আকাশ ২' নির্মাণেরও পরিকল্পনা করছে নির্মাতা প্রতিষ্ঠান। নতুন সংস্করণটিতে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন যুক্ত করার পাশাপাশি দ্বিগুণ গতির প্রসেসর ব্যবহার করা হবে। কম্পিউটারের মতো দেখতে এ ট্যাবলেটের দাম পড়বে মাত্র তিন হাজার ৪০০রুপি।
সূত্র :ইন্টারনেট।

ওয়ার্ডে তৈরি করা টেবিলে নতুন কলাম যুক্ত করা

ওয়ার্ডে তৈরি করা টেবিলের ভেতরে থাকা একটি কলামের মধ্যেই নতুন কলাম ও রো যুক্ত করা সম্ভব। এ জন্য নির্দিষ্ট কলামের মধ্যে কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করার পর split cells সিলেক্ট করতে হবে। এবার Number of columns-এ ২ এবং Number of rows-এ ২ টাইপ করে এন্টার চাপলেই কলামটির মধ্যেই দুই কলাম ও দুই রো-বিশিষ্ট টেবিল তৈরি হবে।

Sunday, November 6, 2011

লন্ডনে নকিয়ার বিনা মূল্যে ওয়াইফাই

যুক্তরাজ্যের লন্ডন শহরের ২৪টি স্থানে বিনা মূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে নকিয়া। ফলে মধ্য লন্ডনে বসবাসকারী এবং ভ্রমণকারীরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের কোনো ধরনের রেজিস্ট্রেশনও করতে হবে না। ১ নভেম্বর থেকে চালু হওয়া এ সেবা আগামী দুই মাস পরীক্ষামূলক পরিচালনা করা হবে বলে জানিয়েছে নকিয়া। এ বিষয়ে নকিয়ার ডিজিটাল ও সামাজিক গণমাধ্যম বিভাগের পরিচালক ক্রেইগ হিপবার্ন জানিয়েছেন,'কী ধরনের কাজের জন্য ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করছেন_এ পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা তা জানতে পারব। ফলে ভবিষ্যতে আমাদের সেবার মান আরো উন্নত করা যাবে।' ইতিমধ্যে ওয়াইফাই সেবা পরিচালনার জন্য লন্ডনের ২৬টি স্থানে হটস্টপ বসিয়েছে নকিয়া। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা খুব সহজেই যেকোনো স্থান থেকে প্রতি সেকেন্ডে ২০ মেগাবাইট গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তবে ডাউনলোডের সময় ইন্টারনেটের গতি হবে প্রতি সেকেন্ডে ১ মেগাবাইট।
সূত্র : বিবিসি।

ইন্টারক্লিক কিনছে ইয়াহু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক অনলাইনে বিজ্ঞাপন প্রচারকারী প্রতিষ্ঠান ইন্টারক্লিক ২৭০ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনতে যাচ্ছে ইয়াহু। অনলাইন ভিত্তিক বিজ্ঞাপন শিল্পে নিজেদের অবস্থান আরো সুসংহত করতেই ইয়াহু ইন্টারক্লিক কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইন্টারক্লিক মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন প্রচারের জন্য জায়গা কিনে তা পুনরায় খুচরা পর্যায়ে বিক্রি করে। লাভজনক এই প্রতিষ্ঠানের বছরে আয় প্রায় ১০২ মিলিয়ন ডলার। ফলে অনলাইন ভিত্তিক বিজ্ঞাপন শিল্পে আরো বড় পরিসরে বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবে ইয়াহু। ইন্টারক্লিক কেনার ফলে প্রযুক্তি বাজারে ইয়াহুর শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন বাজার বিশেষজ্ঞরা।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : রয়টার্স।

৫০ লাখের মাইলফলকে অ্যাংরি বার্ডস

ডাউনলোডের দিক থেকে ৫০ লাখের মাইলফলক স্পর্শ করেছে জনপ্রিয় গেইম 'অ্যাংরি বার্ডস'।দুই বছরেরও কম সময়ে গেইমটির এ সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে গেইমটির নির্মাতা রোভিয়। খাঁচায় বন্দি পাখি মুক্ত করার মাধ্যমেই খেলতে হয় আ্যংরি বার্ডস গেইমটি। এ জন্য বিভিন্ন ধাপ পার করতে হয় গেইমারদের। ২০০৯ সালের ১১ ডিসেম্বর আইফোনের জন্য অ্যাংরি বার্ডস গেইমটি বের করার পর থেকেই এটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রোভিয়সের বিপণন বিভাগের প্রধান পিটার ভাসতারবকা জানান, অন্য গেইমের তুলনায় এটি একটু বেশি কিছু দিতে পেরেছে সবাইকে। বিশ্বের শতাধিক মানুষের মোবাইল ফোনসেট বা কম্পিউটারে অ্যাংরি বার্ডস গেইমটি পেঁৗছানোই রোভিয়র লক্ষ্য।
সূত্র : রয়টার্স।

স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য ইয়াহুর প্রোগ্রাম

স্মার্টফোন, ট্যাবলেটসহ সামাজিক যোগাযোগে ব্যবহার-উপযোগী প্রোগ্রাম (অ্যাপস) তৈরি করেছে ইয়াহু। সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ট্যাবলেট ও স্মার্টফোন-উপযোগী ইয়াহুর এ অ্যাপসটি ব্যবহার করে ইয়াহু ব্যবহারকারীরা আরও উন্নত সেবা পাবেন।ইয়াহুর পণ্য-প্রধান ব্লেইক আরভিং বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোনে সহজে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন ব্যবহারকারীরা,যা দ্রুত ব্যবহারের ক্ষেত্রে বেশ সহায়ক। এ বিষয় মাথায় রেখেই ইয়াহুর এ অ্যাপসটি তৈরি করা হয়েছে।’ এর পাশাপাশি প্রতিষ্ঠানটি মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড-উপযোগী আবহাওয়া বিষয়ক একটি এবং আইপ্যাড-উপযোগী একটি সামাজিক যোগাযোগের প্রোগ্রামও তৈরি করেছে। ইয়াহুর এসব পণ্যের ব্যাপারে বাজার বিশেষজ্ঞরা জানান, বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বহনযোগ্য ডিভাইসের জন্য এ ধরনের প্রোগ্রাম বানাচ্ছে ইয়াহু। এর ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে এগিয়ে থাকা যাবে। নিত্য নানা ধরনের উদ্ভাবনের দিকেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি।বিনা মূল্যে ই-মেইল সেবার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ইয়াহু। তবে গুগলের বিনা মূল্যে ই-মেইল সেবা জিমেইল চালু হওয়ার পর প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ইয়াহু। তাই ই-মেইলের পাশাপাশি নানা ধরনের কার্যক্রমে এগিয়ে থাকার ব্যাপারে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।—টাইমস অব ইন্ডিয়া