Labels

DOWNLOAD (4) Games (1) Hacking tips (8) info (1) mobile tips (2) news (17) pc tips (1) tips (2)

Sunday, December 25, 2011

উইন্ডোজ ৮-এ নতুন 'লগ-ইন' ব্যবস্থা

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম 'উইন্ডোজ ৮' -এ নতুন লগ-ইন সুবিধা যুক্ত করা হচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা তাঁদের কম্পিউটারের নিয়ন্ত্রণ শঙ্কামুক্ত রাখতে সাধারণত পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। এ ধরনের পাসওয়ার্ড কিছু সংখ্যা ও নাম্বারে সীমাবদ্ধ থাকে। অনেক সময় এ পাসওয়ার্ড ব্যবস্থা দুর্বল হয়ে থাকে। 'উইন্ডোজ ৮'-এর নতুন ইমেইজ লগ-ইন সিস্টেম নিরাপত্তার দিক দিয়ে বেশ শক্তিশালী হবে। এটি হবে টাচনির্ভর একটি বিশেষ ব্যবস্থা, যেখানে ব্যবহারকারী অনেক ছবি থেকে নিজের পছন্দেরটি নির্বাচন করে কম্পিউটারে লগ-ইন করতে পারবেন। এটি প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থা থেকে সহজ ও নিরাপদ।
মাইক্রোসফট জানিয়েছে, নির্মাণাধীন উইন্ডোজ ৮ আগামী বছরের শেষদিকে বাজারে আসবে। স্পর্শর্নির্ভর ডিভাইসে ব্যবহারের লক্ষ্যে এ অপারেটিং সিস্টেম তৈরি করা হচ্ছে। তবে ট্যাবলেট কম্পিউটারেও উইন্ডোজ-৮ ব্যবহার করা যাবে।
সূত্র : বিবিসি