Labels
Sunday, January 8, 2012
প্রথম অনলাইন সামরিক গেম ‘দ্য গ্লোরিয়াস মিশন’
চীনে সৈন্যদের যুদ্ধ-দক্ষতা ও প্রযুক্তি-সচেতনতা বাড়াতে তৈরি করা হয়েছে প্রথম অনলাইন সামরিক গেম ‘দ্য গ্লোরিয়াস মিশন’। গেমটি তৈরি করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সেনাসদস্যরা গেমটি একা বা দলগতভাবে খেলতে পারবেন। এতে পিপলস লিবারেশন আর্মিতে ব্যবহূত অস্ত্র ও যুদ্ধের সম্ভাব্য বাস্তব দৃশ্য যুক্ত করা হয়েছে। গেমটি তৈরি করতে ৩২ মাস সময় লেগেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পিপলস লিবারেশন আর্মির একজন কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, এই গেমটি চীনের সেনা-ভক্তদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে। তারা গেমটি ডাউনলোড করে খেলতে পারবে। গেমটির সর্বশেষ সংস্করণ ২০ জুন প্রকাশিত হয়। বিশ্বের সর্ববৃহত্ ইন্টারনেট বাজারের একটি হচ্ছে চীন। সরকারি হিসাবে দেশটিতে ৩০ কোটির বেশি মানুষ আছেন, যাঁরা অনলাইনে গেম খেলেন।—রয়টার্স অবলম্বনে prothom-alo
Labels:
Games
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment