ডাউনলোডের দিক থেকে ৫০ লাখের মাইলফলক স্পর্শ করেছে জনপ্রিয় গেইম 'অ্যাংরি বার্ডস'।দুই বছরেরও কম সময়ে গেইমটির এ সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে গেইমটির নির্মাতা রোভিয়। খাঁচায় বন্দি পাখি মুক্ত করার মাধ্যমেই খেলতে হয় আ্যংরি বার্ডস গেইমটি। এ জন্য বিভিন্ন ধাপ পার করতে হয় গেইমারদের। ২০০৯ সালের ১১ ডিসেম্বর আইফোনের জন্য অ্যাংরি বার্ডস গেইমটি বের করার পর থেকেই এটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রোভিয়সের বিপণন বিভাগের প্রধান পিটার ভাসতারবকা জানান, অন্য গেইমের তুলনায় এটি একটু বেশি কিছু দিতে পেরেছে সবাইকে। বিশ্বের শতাধিক মানুষের মোবাইল ফোনসেট বা কম্পিউটারে অ্যাংরি বার্ডস গেইমটি পেঁৗছানোই রোভিয়র লক্ষ্য।
সূত্র : রয়টার্স।
No comments:
Post a Comment