Labels

DOWNLOAD (4) Games (1) Hacking tips (8) info (1) mobile tips (2) news (17) pc tips (1) tips (2)

Sunday, November 6, 2011

স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য ইয়াহুর প্রোগ্রাম

স্মার্টফোন, ট্যাবলেটসহ সামাজিক যোগাযোগে ব্যবহার-উপযোগী প্রোগ্রাম (অ্যাপস) তৈরি করেছে ইয়াহু। সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ট্যাবলেট ও স্মার্টফোন-উপযোগী ইয়াহুর এ অ্যাপসটি ব্যবহার করে ইয়াহু ব্যবহারকারীরা আরও উন্নত সেবা পাবেন।ইয়াহুর পণ্য-প্রধান ব্লেইক আরভিং বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোনে সহজে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন ব্যবহারকারীরা,যা দ্রুত ব্যবহারের ক্ষেত্রে বেশ সহায়ক। এ বিষয় মাথায় রেখেই ইয়াহুর এ অ্যাপসটি তৈরি করা হয়েছে।’ এর পাশাপাশি প্রতিষ্ঠানটি মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড-উপযোগী আবহাওয়া বিষয়ক একটি এবং আইপ্যাড-উপযোগী একটি সামাজিক যোগাযোগের প্রোগ্রামও তৈরি করেছে। ইয়াহুর এসব পণ্যের ব্যাপারে বাজার বিশেষজ্ঞরা জানান, বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বহনযোগ্য ডিভাইসের জন্য এ ধরনের প্রোগ্রাম বানাচ্ছে ইয়াহু। এর ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে এগিয়ে থাকা যাবে। নিত্য নানা ধরনের উদ্ভাবনের দিকেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি।বিনা মূল্যে ই-মেইল সেবার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ইয়াহু। তবে গুগলের বিনা মূল্যে ই-মেইল সেবা জিমেইল চালু হওয়ার পর প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ইয়াহু। তাই ই-মেইলের পাশাপাশি নানা ধরনের কার্যক্রমে এগিয়ে থাকার ব্যাপারে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।—টাইমস অব ইন্ডিয়া

No comments:

Post a Comment