Labels

DOWNLOAD (4) Games (1) Hacking tips (8) info (1) mobile tips (2) news (17) pc tips (1) tips (2)

Sunday, November 20, 2011

ভারতে 'আকাশ' উন্মাদনা

ভারতের স্বল্প আয়ের মানুষের জন্য তৈরি ট্যাবলেট কম্পিউটার 'আকাশ' বাজারে আসার আগেই জনপ্রিয় হয়ে উঠেছে।ইতিমধ্যে ক্রেতারা তিন লাখ ট্যাবলেট কম্পিউটারের বুকিং দিয়েছেন।তিন হাজার রুপি মূল্যের এ ট্যাবলেট কম্পিউটারটি আগামী মাসের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ডেটাউইন্ড। তবে ভারত সরকার ভর্তুকি দিয়ে মাত্র দুই হাজার ২৫০ রুপিতে এ ট্যাবলেট কম্পিউটার শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ করে দিয়েছে।ইতিমধ্যে ভারতের আইআইটি,আরইসি ও টেরি ইউনিভার্সিটিসহ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ট্যাবলেট কম্পিউটার ব্যবহার করছেন।জানা গেছে, ট্যাবলেট কম্পিউটারটিতে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুযোগও করে দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান।আকাশের প্রিবুকিংয়ে বিপুল সাড়া পাওয়ায় এখন ট্যাবলেট কম্পিউটারটির পরবর্তী সংস্করণ 'আকাশ ২' নির্মাণেরও পরিকল্পনা করছে নির্মাতা প্রতিষ্ঠান। নতুন সংস্করণটিতে ক্যাপাসিটিভ টাচস্ক্রিন যুক্ত করার পাশাপাশি দ্বিগুণ গতির প্রসেসর ব্যবহার করা হবে। কম্পিউটারের মতো দেখতে এ ট্যাবলেটের দাম পড়বে মাত্র তিন হাজার ৪০০রুপি।
সূত্র :ইন্টারনেট।

No comments:

Post a Comment