Labels

DOWNLOAD (4) Games (1) Hacking tips (8) info (1) mobile tips (2) news (17) pc tips (1) tips (2)

Thursday, October 27, 2011

আরেকটি স্যাটেলাইট ভেঙে পড়ছে পৃথিবীতে!

■ কিছুদিন আগে একটি নাসার স্যাটেলাইট ভেঙে পৃথিবীতে পড়েছে। এবার জার্মানীর
একটি স্যাটেলাইট কক্ষপথ থেকে পৃথিবীর বায়ুস্তরে প্রবেশ করেছে। রোসাট নামের সায়েন্টিফিক রিসার্চ স্যাটেলাইট কোন এক সময় পৃথিবীতে পড়বে। সাধারনত অধিকাংশ ছোট টুকরোগুলি বাতাসের সংস্পর্শে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বড় ধরনের টুকরোগুলি মাটি পর্যন্ত পৌছে। ১.৭ মেট্রিক টন ওজনের এধরনের ৩০টি টুকরো পৃথিবীতে পড়তে পারে ঘন্টায় ৪৫০ কিলোমিটার গতিতে। স্যাটেলাইটটি ৯০ মিনিটে পৃথিবী প্রদক্ষিন করছিল। কাজেই টুকরোগুলি পৃথিবীর যে কোন যায়গায় পড়তে পারে। অবশ্য এতে কোন মানুষের আঘাত পাওয়ার সম্ভাবনা খুবই কম।
■ টেকজুম ডেস্ক রিপোর্ট

No comments:

Post a Comment