Labels

DOWNLOAD (4) Games (1) Hacking tips (8) info (1) mobile tips (2) news (17) pc tips (1) tips (2)

Tuesday, December 13, 2011

বোল্ট ব্রাউজারের ফ্রী সার্ভিস এর শেষ দিন আজ (Bolt browser discontinued)

সকলেই শত ব্যস্ততার মাঝেও প্রযুক্তির পেছনে ভালো সময় অতিবাহিত করছেন । আজ একটা খবর দিতে আসলাম আপনাদের । যারা মোবাইল এ বোল্ট ব্রাউজার ব্যবহার করছেন তারা হয়ত এতক্ষনে খবরটি পেয়ে গেছেন । খবরটা হল ঃ বোল্ট ব্রাউজার আগামীকাল থেকে তাদের ফ্রী ওয়েব ব্রাউজিং সার্ভিস বন্ধ করে দিচ্ছে । আমরা সকলেই জানি যে বোল্ট ব্রাউজার মোবাইল এর জন্য খুবই জনপ্রিয় একটি ব্রাউজার যা দ্বারা আমরা সহজেই একটি ওয়েবসাইট এর পুরো লেআউট একদম পিসির মতই দেখতে পাই । এছাড়াও সম্প্রতি বোল্ট ব্রাউজারের সাথে বাংলা ভাষা যুক্ত হওয়ার কারণে এটি খুবই জনপ্রিয়তা লাভ করে । কিন্তু অনেকদিন যাবত প্রতিষ্ঠানটি আর্থিক সঙ্কটে আছে আর তাই তারা তাদের জনপ্রিয় ফ্রী ব্রাউজার বোল্ট এর সার্ভিস দিতে অপারগতা প্রকাশ করেছে । এর জন্য বোল্ট টিম ইউজারদের কাছে দুঃখ প্রকাশ করেছে ।
আজই তাদের শেষ কার্যক্রম চলছে । আগামীকাল ১৪ ডিসেম্বর ২০১১ থেকে তারা সম্পূর্ণ রুপে তাদের বিনামুল্যে সেবা কার্যক্রম রহিত করবে ।
খবরটা হয়ত মারাত্মক কোন খবর নয় কিন্তু যারা এই সফটওয়্যারটি ব্যাবহার করেছেন তাঁরা হয়ত এর শূন্যতা অনুভব করবেন ।
[পোস্টটি পূর্বে http://tunerpage.com এ প্রকাশিত]