■ অর্থ সঙ্কটে বন্ধ হয়ে যাওয়ার
পথে সম্প্রতি মার্কিন গোপন কূটনৈতিক
তারবার্তা প্রকাশ
করে সারা বিশ্বে হৈচৈ ফেলে দেয়া সারা জাগানো ভিন্ন
ধারার অনলাইনভিত্তিক গণমাধ্যম উইকিলিকস।
ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা প্রধান জুলিয়ান
অ্যাসাঞ্জ জানিয়েছেন, অর্থ সঙ্কটে পড়ায়
সাইটটি বিভিন্ন রাষ্ট্রের গোপন নথি প্রকাশ
সাময়িক বন্ধ রাখবে।
২৪ অক্টোবর উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান
অ্যাসাঞ্জ গণমাধ্যমে বলেন, আপাতত আর
কোনো তথ্য প্রকাশ করবে না উইকিলিকস।
আর্থিক বিষয়টিকে বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত
নিয়েছে উইকিলিকস। এ সিদ্ধান্তের ব্যাখ্যায়
উইকিলিকস মুখপাত্র বলেছে, ভিসা, মাস্টারকার্ড,
ওয়েস্টার্ন ইউনিয়ন এবং পেপলের অর্থনৈতিক
চাপের কারণেই আপাতত তথ্য প্রকাশে উইকিলিকস
পিছিয়ে এল।
তিনি আরো বলেন, এ মুহূর্তে উইকিলিকস
আইনিভাবে অবরুদ্ধ। সঙ্গে অর্থনৈতিক চাপটাও
সামাল দিতে হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতিটা মোটেও
উইকিলিকসের অনুকূলে নেই। এ ছাড়া উইকিলিকসের
তথ্য প্রকাশের
আইনি বৈধতা নিয়ে মামলা চলছে ইউরোপ
এবং যুক্তরাষ্ট্রে।
এ অবস্থায় উচ্চমানের উকিল নিয়োগ করার
মতো কোনো আর্থিক সামর্থ্যই নেই
উইকিলিকসের। তাই বৈধতা স্বত্ব
হারালে এমনিতেই গুটিয়ে যাবে উইকিলিকস। এর
চেয়ে আপাতত আইনি এবং আর্থিক অবস্থার
উন্নতির কারণে নতুন কোনো বিতর্কে উইকিলিকস
আর জড়াবে না বলেই মন্তব্য করেন জুলিয়ান
অ্যাসাঞ্জ।
যুক্তরাষ্ট্রের আবেদনের প্রেক্ষিতে আদালতের
নির্দেশে ব্যাংক অব এশিয়া, ভিসা, মাস্টারকার্ড
এবং ওয়েস্টার্ন ইউনিয়ন উইকিলিকসের
অ্যাকাউন্টে অর্থ লেনদেন বন্ধ করে দেয়। অর্থ
লেনদেনের সেবাদানকারী ক্রেডিট কার্ড
প্রতিষ্ঠানগুলো উইকিলিকসের অ্যাকাউন্ট বন্ধ
করে দেওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক অর্থ
সঙ্কটে পড়ে। এ কারণে ওয়েবসাইটটি ইতোমধ্যে এক
কোটি ডলারেরও বেশি তহবিল
হারিয়েছে বলে জানিয়েছে উইকিলিকস। গত বছরের
৭ ডিসেম্বর থেকেই অর্থ
সঙ্কটে ভুগছে উইকিলিকস।
এই ভবিষ্যৎ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বাধ্য
হয়ে সাইটে গোপন নথি প্রকাশনা সাময়িক বন্ধ
করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১০ সালে যুক্তরাষ্ট্র সরকারের
আড়াই লাখ গোপন নথি প্রকাশ করে তথ্যবিশ্বের
পুরো চেহারাই বদলে ফেলেছিল উইকিলিকস। গত
বছরের প্রায় পুরোটা সময়জুড়ে বিশ্বের শীর্ষ
আলোচ্য ব্যক্তি ছিলেন উইকিলিকস
প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
এদিকে হঠাৎ করেই তথ্য প্রকাশ বন্ধে এমন
চূড়ান্ত সিদ্ধান্ত কেন
নিতে হলো উইকিলিকসকে তা খতিয়ে দেখছেন
বিশ্লেষকেরা। এর মধ্যে রাষ্ট্রীয় কোনো চাপ,
নাকি বিপুল অর্থনৈতিক চাপের কাছেই নতি স্বীকার
করল উইকিলিকস তা নিয়েই তথ্যবিশ্বের এ জাদুকর
এখন প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে।
No comments:
Post a Comment