1. প্রথমে উইন্ডোজ এক্সপির
সিডি কম্পিউটারে প্রবেশ করান।
2. এবার কম্পিউটার রিস্টার্ট করুন ও
সিডি থেকে বুট করান।
3. এক্ষেত্রে বায়োস থেকে 1st Boot Device
হিসেবে সিডি রম নির্বাচন করে নিন।
4. বুট হওয়ার সময় যখন “Pressany key
to boot from CD” ম্যাসেজ আসবে, তথন
কী-বোর্ড থেকে যে কোন কী চাপুন।
5. তারপর কম্পিউটার সেটআপ ফাইলগুলো লোড
করা শুরু করবে।
6. এরপর যখন Welcome to Setup
screen এ আসবেন, Enter কী চাপুন।
7. এবার লাইসেন্স এগ্রিমেন্ট আসলে F8
কী প্রেস করুন।
8. পরবর্তী স্ক্রীণে রিপেয়ার এ ক্লিক করতে R
প্রেস করুন।
9. তাহলে সিস্টেম আপনার হার্ডডিস্ক স্ক্যান
করবে ও প্রয়োজনীয় ফাইল কপি করে রাখবে।
10. ফাইল কপি শেষ হলে কম্পিউটার রিস্টার্ট
নিয়ে আবার সেটআপ শুরু করবে।
11. রিস্টার্ট এর পর “Press any key to
boot from CD” ম্যাসেজ
আসলে কো কী প্রেস করবেন না।
12. সেটআপ নেয়ার এক পর্যায়ে যখন
Installing Devices ইন্সটল হবেতখন
SHIFT + F10 কী দ্বয় একসাথে চাপুন।
Installing Devices এটি দেখবেন সেটআপ
স্ক্রীণের নিচের বামদিকে।
13. Installing Devices এই হল
সিকিউরিটি সেটআপ অংশ। SHIFT + F10
চাপলে কমান্ড প্রোম্পট আসবে।
14. এবার কমান্ড প্রোম্পট NUSRMGR.CPL
লিখে এন্টার করুন।
15. তাহলে আপনাকে ইউজার একাউন্টেনিয়ে যাবে।
16. সেখান থেকে আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড
মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবেন।
17. আপনি যদি নতুন পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ
করতে চান তাহলে কমান্ড প্রোম্পটে লিখুন
control userpasswords2 এবার এন্টার
করুন।
18. এবার কমান্ড প্রোম্পট বন্ধ করুন ও
রিপেয়ার শেষ করে এগিয়ে যান।
19. এক্ষেত্রে আপনার সিডি প্রোডাক্টট
কী চাইলে দিতে হবে।
No comments:
Post a Comment