Labels

DOWNLOAD (4) Games (1) Hacking tips (8) info (1) mobile tips (2) news (17) pc tips (1) tips (2)

Sunday, October 30, 2011

প্রতিদিন ফেসবুকে ছয় লাখ বার হ্যাকারদের প্রবেশ!

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে প্রতিদিন হ্যাকাররা প্রায় ছয় লাখ বার প্রবেশ করেন! এতবার যাওয়ার ক্ষেত্রে তাদের উদ্দেশ্য থাকে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করা! প্রতিদিন ২৪ ঘণ্টায় কয়েক বিলিয়ন বার লগ-ইন হয় ফেসবুকে,যার মধ্যে হ্যাকাররা ব্যবহারকারীর মেসেজ, ছবিসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য দেখার চেষ্টা করেন।সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে এ ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে। ফেসবুকের হ্যাকারদের নজর কী রকম সেটা জানাতেই এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এ ব্যাপারে নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান,এটা সত্যিই বড় একটি সংখ্যা,যারা প্রতিনিয়ত চেষ্টায় থাকেন ফেসবুকের তথ্য চুরি করতে।কম্পিউটার নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান শপসের প্রযুক্তি পরামর্শক গ্রাহাম কুলি বলেন,যখনই অসতর্কতার সঙ্গে ফেসবুকের কেউ প্রবেশ করেন, তখনই মনে রাখতে হবে একটু ভুলের কারণেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যেতে পারে।বর্তমানে সারা বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০ কোটি,যারা প্রায় গড়ে ৭০০ বিলিয়ন মিনিট সময় কাটান ফেসবুকে!ব্যবহারকারীদের সুবিধার্থে ফেসবুকে যুক্ত হচ্ছে ‘ট্রাস্টেড ফ্রেন্ডস’ নামের নতুন একটি বৈশিষ্ট্য, যার মাধ্যমে পাসওয়ার্ড হারিয়ে ফেললেও ব্যবহারকারী নির্বাচিত পাঁচজন বিশ্বস্ত বন্ধুর মাধ্যমে পেতে পারবেন গোপন নম্বর। তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দেওয়া কিংবা অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞরা।—দ্য টেলিগ্রাফ

Thursday, October 27, 2011

আরেকটি স্যাটেলাইট ভেঙে পড়ছে পৃথিবীতে!

■ কিছুদিন আগে একটি নাসার স্যাটেলাইট ভেঙে পৃথিবীতে পড়েছে। এবার জার্মানীর
একটি স্যাটেলাইট কক্ষপথ থেকে পৃথিবীর বায়ুস্তরে প্রবেশ করেছে। রোসাট নামের সায়েন্টিফিক রিসার্চ স্যাটেলাইট কোন এক সময় পৃথিবীতে পড়বে। সাধারনত অধিকাংশ ছোট টুকরোগুলি বাতাসের সংস্পর্শে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বড় ধরনের টুকরোগুলি মাটি পর্যন্ত পৌছে। ১.৭ মেট্রিক টন ওজনের এধরনের ৩০টি টুকরো পৃথিবীতে পড়তে পারে ঘন্টায় ৪৫০ কিলোমিটার গতিতে। স্যাটেলাইটটি ৯০ মিনিটে পৃথিবী প্রদক্ষিন করছিল। কাজেই টুকরোগুলি পৃথিবীর যে কোন যায়গায় পড়তে পারে। অবশ্য এতে কোন মানুষের আঘাত পাওয়ার সম্ভাবনা খুবই কম।
■ টেকজুম ডেস্ক রিপোর্ট

আরেকটি স্যাটেলাইট ভেঙে পড়ছে পৃথিবীতে!

■ কিছুদিন
আগে একটি নাসার স্যাটেলাইট
ভেঙে পৃথিবীতে পড়েছে। এবার জার্মানীর
একটি স্যাটেলাইট কক্ষপথ থেকে পৃথিবীর
বায়ুস্তরে প্রবেশ করেছে। রোসাট নামের
সায়েন্টিফিক রিসার্চ স্যাটেলাইট কোন এক সময়
পৃথিবীতে পড়বে। সাধারনত অধিকাংশ ছোট
টুকরোগুলি বাতাসের সংস্পর্শে আগুনে পুড়ে ছাই
হয়ে যায়। বড় ধরনের টুকরোগুলি মাটি পর্যন্ত
পৌছে। ১.৭ মেট্রিক টন ওজনের এধরনের
৩০টি টুকরো পৃথিবীতে পড়তে পারে ঘন্টায় ৪৫০
কিলোমিটার গতিতে।
স্যাটেলাইটটি ৯০ মিনিটে পৃথিবী প্রদক্ষিন
করছিল। কাজেই টুকরোগুলি পৃথিবীর যে কোন
যায়গায় পড়তে পারে। অবশ্য এতে কোন মানুষের
আঘাত পাওয়ার সম্ভাবনা খুবই কম।
■ টেকজুম ডেস্ক রিপোর্ট

ইয়াহু কিনতে যাচ্ছে গুগল!

■ ইন্টারনেট ব্যবসায় শীর্ষ
কোম্পানী গুগল কিনতে যাচ্ছে একসময়ের শীর্ষ
কোম্পানী ইয়াহুকে। অন্তত দুটি কোম্পানীর
সাথে কথা হয়েছে এবিষয়ে মধ্যস্থতা করার জন্য।
ওয়াল ষ্ট্রিট জার্নাল বিস্বস্ত সুত্রের উল্লেখ
করে এখবর প্রকাশ করেছে।
বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। গত ৩ মাসের
হিসেবে কিছুটা ভাল করলেও ইয়াহুর বর্তমান
অবস্থা খুব ভাল না। গতমাসে তাদের প্রধান পদ
থেকে ক্যারল বার্টজকে বাদ দেয়া হয়েছে।
সুত্রমতে গুগল ইয়াহুর সাইটের মাধ্যমে বিজ্ঞাপন
বিক্রি করতে আগ্রহি।
উল্লেখ করা যেতে পারে একসময় মাইক্রোসফট
ইয়াহুকে কেনার চেষ্টা করেছিল।
[পোষ্টটি পূর্বে techzoom24 এ প্রকাশিত]

নানা সঙ্কটে বন্ধ হয়ে যাচ্ছে উইকিলিকস!

■ অর্থ সঙ্কটে বন্ধ হয়ে যাওয়ার
পথে সম্প্রতি মার্কিন গোপন কূটনৈতিক
তারবার্তা প্রকাশ
করে সারা বিশ্বে হৈচৈ ফেলে দেয়া সারা জাগানো ভিন্ন
ধারার অনলাইনভিত্তিক গণমাধ্যম উইকিলিকস।
ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা প্রধান জুলিয়ান
অ্যাসাঞ্জ জানিয়েছেন, অর্থ সঙ্কটে পড়ায়
সাইটটি বিভিন্ন রাষ্ট্রের গোপন নথি প্রকাশ
সাময়িক বন্ধ রাখবে।
২৪ অক্টোবর উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান
অ্যাসাঞ্জ গণমাধ্যমে বলেন, আপাতত আর
কোনো তথ্য প্রকাশ করবে না উইকিলিকস।
আর্থিক বিষয়টিকে বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত
নিয়েছে উইকিলিকস। এ সিদ্ধান্তের ব্যাখ্যায়
উইকিলিকস মুখপাত্র বলেছে, ভিসা, মাস্টারকার্ড,
ওয়েস্টার্ন ইউনিয়ন এবং পেপলের অর্থনৈতিক
চাপের কারণেই আপাতত তথ্য প্রকাশে উইকিলিকস
পিছিয়ে এল।
তিনি আরো বলেন, এ মুহূর্তে উইকিলিকস
আইনিভাবে অবরুদ্ধ। সঙ্গে অর্থনৈতিক চাপটাও
সামাল দিতে হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতিটা মোটেও
উইকিলিকসের অনুকূলে নেই। এ ছাড়া উইকিলিকসের
তথ্য প্রকাশের
আইনি বৈধতা নিয়ে মামলা চলছে ইউরোপ
এবং যুক্তরাষ্ট্রে।
এ অবস্থায় উচ্চমানের উকিল নিয়োগ করার
মতো কোনো আর্থিক সামর্থ্যই নেই
উইকিলিকসের। তাই বৈধতা স্বত্ব
হারালে এমনিতেই গুটিয়ে যাবে উইকিলিকস। এর
চেয়ে আপাতত আইনি এবং আর্থিক অবস্থার
উন্নতির কারণে নতুন কোনো বিতর্কে উইকিলিকস
আর জড়াবে না বলেই মন্তব্য করেন জুলিয়ান
অ্যাসাঞ্জ।
যুক্তরাষ্ট্রের আবেদনের প্রেক্ষিতে আদালতের
নির্দেশে ব্যাংক অব এশিয়া, ভিসা, মাস্টারকার্ড
এবং ওয়েস্টার্ন ইউনিয়ন উইকিলিকসের
অ্যাকাউন্টে অর্থ লেনদেন বন্ধ করে দেয়। অর্থ
লেনদেনের সেবাদানকারী ক্রেডিট কার্ড
প্রতিষ্ঠানগুলো উইকিলিকসের অ্যাকাউন্ট বন্ধ
করে দেওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক অর্থ
সঙ্কটে পড়ে। এ কারণে ওয়েবসাইটটি ইতোমধ্যে এক
কোটি ডলারেরও বেশি তহবিল
হারিয়েছে বলে জানিয়েছে উইকিলিকস। গত বছরের
৭ ডিসেম্বর থেকেই অর্থ
সঙ্কটে ভুগছে উইকিলিকস।
এই ভবিষ্যৎ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বাধ্য
হয়ে সাইটে গোপন নথি প্রকাশনা সাময়িক বন্ধ
করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১০ সালে যুক্তরাষ্ট্র সরকারের
আড়াই লাখ গোপন নথি প্রকাশ করে তথ্যবিশ্বের
পুরো চেহারাই বদলে ফেলেছিল উইকিলিকস। গত
বছরের প্রায় পুরোটা সময়জুড়ে বিশ্বের শীর্ষ
আলোচ্য ব্যক্তি ছিলেন উইকিলিকস
প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
এদিকে হঠাৎ করেই তথ্য প্রকাশ বন্ধে এমন
চূড়ান্ত সিদ্ধান্ত কেন
নিতে হলো উইকিলিকসকে তা খতিয়ে দেখছেন
বিশ্লেষকেরা। এর মধ্যে রাষ্ট্রীয় কোনো চাপ,
নাকি বিপুল অর্থনৈতিক চাপের কাছেই নতি স্বীকার
করল উইকিলিকস তা নিয়েই তথ্যবিশ্বের এ জাদুকর
এখন প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে।

এক্সপির সিডি দিয়ে উইন্ডোজ এক্সপির এ্যাডমিনিষ্ট্রেটরের পাসওয়ার্ড হ্যাকিং।

1. প্রথমে উইন্ডোজ এক্সপির
সিডি কম্পিউটারে প্রবেশ করান।
2. এবার কম্পিউটার রিস্টার্ট করুন ও
সিডি থেকে বুট করান।
3. এক্ষেত্রে বায়োস থেকে 1st Boot Device
হিসেবে সিডি রম নির্বাচন করে নিন।
4. বুট হওয়ার সময় যখন “Pressany key
to boot from CD” ম্যাসেজ আসবে, তথন
কী-বোর্ড থেকে যে কোন কী চাপুন।
5. তারপর কম্পিউটার সেটআপ ফাইলগুলো লোড
করা শুরু করবে।
6. এরপর যখন Welcome to Setup
screen এ আসবেন, Enter কী চাপুন।
7. এবার লাইসেন্স এগ্রিমেন্ট আসলে F8
কী প্রেস করুন।
8. পরবর্তী স্ক্রীণে রিপেয়ার এ ক্লিক করতে R
প্রেস করুন।
9. তাহলে সিস্টেম আপনার হার্ডডিস্ক স্ক্যান
করবে ও প্রয়োজনীয় ফাইল কপি করে রাখবে।
10. ফাইল কপি শেষ হলে কম্পিউটার রিস্টার্ট
নিয়ে আবার সেটআপ শুরু করবে।
11. রিস্টার্ট এর পর “Press any key to
boot from CD” ম্যাসেজ
আসলে কো কী প্রেস করবেন না।
12. সেটআপ নেয়ার এক পর্যায়ে যখন
Installing Devices ইন্সটল হবেতখন
SHIFT + F10 কী দ্বয় একসাথে চাপুন।
Installing Devices এটি দেখবেন সেটআপ
স্ক্রীণের নিচের বামদিকে।
13. Installing Devices এই হল
সিকিউরিটি সেটআপ অংশ। SHIFT + F10
চাপলে কমান্ড প্রোম্পট আসবে।
14. এবার কমান্ড প্রোম্পট NUSRMGR.CPL
লিখে এন্টার করুন।
15. তাহলে আপনাকে ইউজার একাউন্টেনিয়ে যাবে।
16. সেখান থেকে আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড
মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারবেন।
17. আপনি যদি নতুন পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ
করতে চান তাহলে কমান্ড প্রোম্পটে লিখুন
control userpasswords2 এবার এন্টার
করুন।
18. এবার কমান্ড প্রোম্পট বন্ধ করুন ও
রিপেয়ার শেষ করে এগিয়ে যান।
19. এক্ষেত্রে আপনার সিডি প্রোডাক্টট
কী চাইলে দিতে হবে।

Wednesday, October 26, 2011

Creating folder without logo.

প্রথমে একটি ফোল্ডার বানান। সেই ফোল্ডারের যেকোন নাম দিন এবং নামের শেষে .otb যোগ করুন। (যেমনঃ- Music নামে ফোল্ডার বানালে তার নাম হবে Music.otb) এবারে দেখুন, আপনার ফোল্ডারের আইকন
ভ্যানিস হয়ে গেছে । পরে ফোল্ডার থেকে .otb মুছে ফেললে ফোল্ডার টি আগের অবস্হায় ফিরে আসবে!!

Tricks of Hiding files in theme

প্রথমে ১টি ফোল্ডার বানান
এবং সেইফোল্ডারে দরকারী সব ফাইল মুভ
করে ফেলুন। (আগে থেকে বানানো থাকলেও চলবে)
এবার সেই ফোল্ডারটি রিনেম করুন নামের
শেষে .nth ব্যবহার করে। (যেমনঃ- ধরুন
Images ফোল্ডারের ভিতর আপনার
এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি রয়েছে। এবার
Images ফোল্ডারটিকে রিনেম করুন
Images.nth নামে।)
লক্ষ্য করে দেখুন, আপনার ফোল্ডারের আইকন
চেঞ্জ হয়ে তা থিমের আইকন হয়ে গেছে!!!
এবার যে ফোল্ডারে আপনি থিম রাখেন, সেই
ফোল্ডারে Images.nth
ফোল্ডারটি সরিয়ে রাখুন। তাহলে থিমমনে করে আর
কেউ সেই ফোল্ডারে ঢুকবেনা।
সতর্কতাঃ- আপনার কোন বন্ধুকে থিমসাপ্লাই
দিতে গিয়ে আবার গার্লফ্রেন্ডের ছবিসহ
বানানো আমাদের "থিম ফোল্ডার" দিয়ে দিয়েন না।
ফোল্ডারের নাম মনে রাখবেন। আর এটি শুধু
আইকন চেঞ্জ করে মানুষকে ধোকা দেয়ার জন্য।
ইচ্ছা করলে যে কেউ ওই ফোল্ডারে ঢুকতে পারবে।

Hiding folder in nokia s40 mobile without software

প্রথমে যেকোন নামে ১টি ফোল্ডার বানান।
এবার সেই ফোল্ডারটি রিনেম করুন- নামের
শেষে .jad ব্যবহার করে। (যেমনঃ-
আপনি যদি Music নামে কোন ফোল্ডার বানান,
তাহলে রিনেম করুন- Music.jad নামে)
এবার যেসব ফাইল আপনি Hide বা লুকাতে চান,
সেই ফাইলগুলো আমাদের বানানো Music.jad
ফোল্ডারে নিয়ে আসুন।
সর্বশেষ Step হিসাবে, আপনাকে আরেকটি একই
নামে ফোল্ডার বানাতে হবে, কিন্তু নামের
শেষে .jar ব্যবহার করে। (যেমনঃ- আমরা আগের
ফোল্ডারটি বানিয়েছি- Music.jad নামে। তাই
এবার নতুন আরেকটি ফোল্ডার
বানাবো Music.jar নামে।)
ব্যস, কাজ শেষ!! কি হল, দেখতে পারছেন কি??
Music.jad
নামে যে ফোল্ডারটি আপনি বানিয়েছিলেন,
সেটিরীতিমত উধাও হয়ে গেছে!! এখন শুধু
Music.jar নামে আমাদের
বানানো ফোল্ডারটি আছে, যার সাইজ ০.০০KB!!
আপনি সহ যে কেউ এই
ফোল্ডারে ঢুকতে পারবে কিন্তু ভিতরে কোন ফাইল
পাবে না। মজার ট্রিক না?? কম্পিউটার
ছাড়া কারও সাধ্য নেই আপনার আসল
ফোল্ডারটি বেড় করার!
খুব তো ফাইলসহ ফোল্ডার হাইড করে ফেললাম।
সেগুলো ফিরিয়েও তো আনতে হবে তাইনা??
ফিরিয়ে আনা আরও সহজ!! শুধু ফোল্ডারটি রিনেম
করে .jar লেখাটুকুতুলে দিন। তাহলে দেখবেন ঠিক
তার নিচেই আপনার বানানো Music.jad
ফোল্ডারটি ফিরে এসেছে!! (যেমনঃ- Music.jar
ফোল্ডারটিকে রিনেম করুন শুধু Music নামে।)

Saturday, October 22, 2011