মৃত্যুর পর মানুষের ভালোবাসা কে না পেতে চায়। আর এ ভালোবাসা যদি দেশের গণ্ডি ছাড়িয়ে ভিন দেশে হয়, তবে তো কথাই নেই। আর এ ভালোবাসা এবার পেতে চলেছেন সদ্য প্রয়াত অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। সুদূর হাঙ্গেরির রাজধানীতে এবার স্থাপন করা হচ্ছে স্টিভের ব্রোঞ্জের তৈরি মূর্তি। দেশটির সফটওয়্যার প্রতিষ্ঠান গ্রাফিসফট এ মূর্তি তৈরি করছে। ১৯৮১ সালে জার্মানির এক প্রযুক্তি মেলায় জবসের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে জবসের স্মৃতি রক্ষার্থে এ মূর্তি তৈরি করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা গাবোর বোজারের।
সূত্র : ইন্টারনেট
No comments:
Post a Comment