Monday, December 19, 2011

নিজেই হালনাগাদ হবে ইন্টারনেট এক্সপ্লোরার

মাইক্রোসফটের ব্রাউজার 'ইন্টারনেট এক্সপ্লোরার'-এর বিভিন্ন সংস্করণ স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হওয়ার ব্যবস্থা করছে মাইক্রোসফট। ফলে ব্যবহারকারীর অজান্তেই নতুন আপডেটগুলো ব্রাউজারে যুক্ত হয়ে যাবে। জানুয়ারি থেকে এ সুবিধা চালু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা দিতে নিয়মিত এক্সপ্লোরারের বিভিন্ন আপডেট দেওয়া হয়। তবে এগুলো অনেক সময় ব্যবহারকারীর অগোচরে থেকে যায়। আপডেটগুলো ইনস্টল না করায় ব্রাউজারের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ে। অন্যদিকে স্ক্যামাররা ব্রাউজারে প্রায়ই ভুয়া আপডেট ছাড়ে। এসব আপডেট ইনস্টল করে ব্যবহারকারীরা ঝামেলায় পড়েন। এসব ঝামেলা এড়াতে স্বয়ংক্রিয় হালনাগাদ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নিল মাইক্রোসফট। এ প্রসঙ্গে মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার বিভাগের প্রধান রাইয়ান গেভিন বলেন, 'ইন্টারনেটের দুনিয়ায় নিশ্চিন্তে নিরাপদে থাকতে আপনাকে অবশ্যই হালনাগাদ ব্রাউজার ব্যবহার করতে হবে। আমরা সাইবার আক্রমণ-সংক্রান্ত যেসব তথ্য সংগ্রহ করেছি তাতে দেখা গেছে, বেশির ভাগ সময় পুরনো ব্রাউজারগুলোয় আক্রমণ চালানো হয়। ব্রাউজারের বিভিন্ন দুর্বলতার কারণেই ব্যবহারকারী এ ধরনের আক্রমণের শিকার হন।' নতুন আপডেট সুবিধাগুলো পেতে ইন্টারনেট এক্সপ্লোরারের পরবর্তী আপডেটটি প্রচলিত নিয়মে ইনস্টল করে নিতে হবে। এর পর থেকে তা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকবে।
সূত্র : ইন্টারনেট

No comments:

Post a Comment