Wednesday, October 26, 2011

Tricks of Hiding files in theme

প্রথমে ১টি ফোল্ডার বানান
এবং সেইফোল্ডারে দরকারী সব ফাইল মুভ
করে ফেলুন। (আগে থেকে বানানো থাকলেও চলবে)
এবার সেই ফোল্ডারটি রিনেম করুন নামের
শেষে .nth ব্যবহার করে। (যেমনঃ- ধরুন
Images ফোল্ডারের ভিতর আপনার
এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি রয়েছে। এবার
Images ফোল্ডারটিকে রিনেম করুন
Images.nth নামে।)
লক্ষ্য করে দেখুন, আপনার ফোল্ডারের আইকন
চেঞ্জ হয়ে তা থিমের আইকন হয়ে গেছে!!!
এবার যে ফোল্ডারে আপনি থিম রাখেন, সেই
ফোল্ডারে Images.nth
ফোল্ডারটি সরিয়ে রাখুন। তাহলে থিমমনে করে আর
কেউ সেই ফোল্ডারে ঢুকবেনা।
সতর্কতাঃ- আপনার কোন বন্ধুকে থিমসাপ্লাই
দিতে গিয়ে আবার গার্লফ্রেন্ডের ছবিসহ
বানানো আমাদের "থিম ফোল্ডার" দিয়ে দিয়েন না।
ফোল্ডারের নাম মনে রাখবেন। আর এটি শুধু
আইকন চেঞ্জ করে মানুষকে ধোকা দেয়ার জন্য।
ইচ্ছা করলে যে কেউ ওই ফোল্ডারে ঢুকতে পারবে।

No comments:

Post a Comment