Tuesday, December 13, 2011

বোল্ট ব্রাউজারের ফ্রী সার্ভিস এর শেষ দিন আজ (Bolt browser discontinued)

সকলেই শত ব্যস্ততার মাঝেও প্রযুক্তির পেছনে ভালো সময় অতিবাহিত করছেন । আজ একটা খবর দিতে আসলাম আপনাদের । যারা মোবাইল এ বোল্ট ব্রাউজার ব্যবহার করছেন তারা হয়ত এতক্ষনে খবরটি পেয়ে গেছেন । খবরটা হল ঃ বোল্ট ব্রাউজার আগামীকাল থেকে তাদের ফ্রী ওয়েব ব্রাউজিং সার্ভিস বন্ধ করে দিচ্ছে । আমরা সকলেই জানি যে বোল্ট ব্রাউজার মোবাইল এর জন্য খুবই জনপ্রিয় একটি ব্রাউজার যা দ্বারা আমরা সহজেই একটি ওয়েবসাইট এর পুরো লেআউট একদম পিসির মতই দেখতে পাই । এছাড়াও সম্প্রতি বোল্ট ব্রাউজারের সাথে বাংলা ভাষা যুক্ত হওয়ার কারণে এটি খুবই জনপ্রিয়তা লাভ করে । কিন্তু অনেকদিন যাবত প্রতিষ্ঠানটি আর্থিক সঙ্কটে আছে আর তাই তারা তাদের জনপ্রিয় ফ্রী ব্রাউজার বোল্ট এর সার্ভিস দিতে অপারগতা প্রকাশ করেছে । এর জন্য বোল্ট টিম ইউজারদের কাছে দুঃখ প্রকাশ করেছে ।
আজই তাদের শেষ কার্যক্রম চলছে । আগামীকাল ১৪ ডিসেম্বর ২০১১ থেকে তারা সম্পূর্ণ রুপে তাদের বিনামুল্যে সেবা কার্যক্রম রহিত করবে ।
খবরটা হয়ত মারাত্মক কোন খবর নয় কিন্তু যারা এই সফটওয়্যারটি ব্যাবহার করেছেন তাঁরা হয়ত এর শূন্যতা অনুভব করবেন ।
[পোস্টটি পূর্বে http://tunerpage.com এ প্রকাশিত]