Monday, December 12, 2011

অ্যাংরি বার্ডই শীর্ষে

এ বছর অ্যাপলের আইটিউন অ্যাপস্টোর থেকে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেইমের তালিকায় শীর্ষে রয়েছে অ্যাংরি বার্ড। প্রতিবছর ডিসেম্বর মাসে শীর্ষ 'বিনা মূল্যে ডাউনলোড' এবং 'শীর্ষ প্রিমিয়াম অ্যাপ্লিকেশন'সহ চারটি বিভাগে তালিকা প্রকাশ করে অ্যাপল। আর এ বছরের তালিকায় তিনটিতেই শীর্ষে রয়েছে অ্যাংরি বার্ডের নাম। গত বছর আইপ্যাডের জন্য অ্যাংরি বার্ডের বিনা মূল্যের একটি সংস্করণ বাজারে ছেড়েছিল নির্মাতা রোভিও। বিনা মূল্যে ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনের তালিকায় শীর্ষে রয়েছে অ্যাংরি বার্ডের এ সংস্করণটি। একই সঙ্গে শীর্ষ 'প্রিমিয়াম অ্যাপ্লিকেশন' তালিকার শীর্ষে রয়েছে এটি। আর আইফোনের প্রিমিয়াম অ্যাপ্লিকেশনের তালিকায়ও প্রথমে রয়েছে অ্যাংরি বার্ডের নাম। অ্যাপস্টোরের শীর্ষ ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনের তালিকায় রয়েছে গ্যারেজব্যান্ড, পেনাল্টিমেট, নেটফ্লিঙ্, ফ্রুইট নিনজা, কাট দ্য রোপ এবং টিনি উইংগস অ্যাপ্লিকেশনগুলোও।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

স্টিভের ব্রোঞ্জের তৈরি মূর্তি

মৃত্যুর পর মানুষের ভালোবাসা কে না পেতে চায়। আর এ ভালোবাসা যদি দেশের গণ্ডি ছাড়িয়ে ভিন দেশে হয়, তবে তো কথাই নেই। আর এ ভালোবাসা এবার পেতে চলেছেন সদ্য প্রয়াত অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। সুদূর হাঙ্গেরির রাজধানীতে এবার স্থাপন করা হচ্ছে স্টিভের ব্রোঞ্জের তৈরি মূর্তি। দেশটির সফটওয়্যার প্রতিষ্ঠান গ্রাফিসফট এ মূর্তি তৈরি করছে। ১৯৮১ সালে জার্মানির এক প্রযুক্তি মেলায় জবসের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে জবসের স্মৃতি রক্ষার্থে এ মূর্তি তৈরি করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা গাবোর বোজারের।
সূত্র : ইন্টারনেট