Sunday, November 6, 2011

লন্ডনে নকিয়ার বিনা মূল্যে ওয়াইফাই

যুক্তরাজ্যের লন্ডন শহরের ২৪টি স্থানে বিনা মূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে নকিয়া। ফলে মধ্য লন্ডনে বসবাসকারী এবং ভ্রমণকারীরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের কোনো ধরনের রেজিস্ট্রেশনও করতে হবে না। ১ নভেম্বর থেকে চালু হওয়া এ সেবা আগামী দুই মাস পরীক্ষামূলক পরিচালনা করা হবে বলে জানিয়েছে নকিয়া। এ বিষয়ে নকিয়ার ডিজিটাল ও সামাজিক গণমাধ্যম বিভাগের পরিচালক ক্রেইগ হিপবার্ন জানিয়েছেন,'কী ধরনের কাজের জন্য ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করছেন_এ পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা তা জানতে পারব। ফলে ভবিষ্যতে আমাদের সেবার মান আরো উন্নত করা যাবে।' ইতিমধ্যে ওয়াইফাই সেবা পরিচালনার জন্য লন্ডনের ২৬টি স্থানে হটস্টপ বসিয়েছে নকিয়া। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা খুব সহজেই যেকোনো স্থান থেকে প্রতি সেকেন্ডে ২০ মেগাবাইট গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তবে ডাউনলোডের সময় ইন্টারনেটের গতি হবে প্রতি সেকেন্ডে ১ মেগাবাইট।
সূত্র : বিবিসি।

ইন্টারক্লিক কিনছে ইয়াহু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক অনলাইনে বিজ্ঞাপন প্রচারকারী প্রতিষ্ঠান ইন্টারক্লিক ২৭০ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনতে যাচ্ছে ইয়াহু। অনলাইন ভিত্তিক বিজ্ঞাপন শিল্পে নিজেদের অবস্থান আরো সুসংহত করতেই ইয়াহু ইন্টারক্লিক কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইন্টারক্লিক মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন প্রচারের জন্য জায়গা কিনে তা পুনরায় খুচরা পর্যায়ে বিক্রি করে। লাভজনক এই প্রতিষ্ঠানের বছরে আয় প্রায় ১০২ মিলিয়ন ডলার। ফলে অনলাইন ভিত্তিক বিজ্ঞাপন শিল্পে আরো বড় পরিসরে বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবে ইয়াহু। ইন্টারক্লিক কেনার ফলে প্রযুক্তি বাজারে ইয়াহুর শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন বাজার বিশেষজ্ঞরা।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : রয়টার্স।

৫০ লাখের মাইলফলকে অ্যাংরি বার্ডস

ডাউনলোডের দিক থেকে ৫০ লাখের মাইলফলক স্পর্শ করেছে জনপ্রিয় গেইম 'অ্যাংরি বার্ডস'।দুই বছরেরও কম সময়ে গেইমটির এ সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে গেইমটির নির্মাতা রোভিয়। খাঁচায় বন্দি পাখি মুক্ত করার মাধ্যমেই খেলতে হয় আ্যংরি বার্ডস গেইমটি। এ জন্য বিভিন্ন ধাপ পার করতে হয় গেইমারদের। ২০০৯ সালের ১১ ডিসেম্বর আইফোনের জন্য অ্যাংরি বার্ডস গেইমটি বের করার পর থেকেই এটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রোভিয়সের বিপণন বিভাগের প্রধান পিটার ভাসতারবকা জানান, অন্য গেইমের তুলনায় এটি একটু বেশি কিছু দিতে পেরেছে সবাইকে। বিশ্বের শতাধিক মানুষের মোবাইল ফোনসেট বা কম্পিউটারে অ্যাংরি বার্ডস গেইমটি পেঁৗছানোই রোভিয়র লক্ষ্য।
সূত্র : রয়টার্স।

স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য ইয়াহুর প্রোগ্রাম

স্মার্টফোন, ট্যাবলেটসহ সামাজিক যোগাযোগে ব্যবহার-উপযোগী প্রোগ্রাম (অ্যাপস) তৈরি করেছে ইয়াহু। সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ট্যাবলেট ও স্মার্টফোন-উপযোগী ইয়াহুর এ অ্যাপসটি ব্যবহার করে ইয়াহু ব্যবহারকারীরা আরও উন্নত সেবা পাবেন।ইয়াহুর পণ্য-প্রধান ব্লেইক আরভিং বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোনে সহজে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করেন ব্যবহারকারীরা,যা দ্রুত ব্যবহারের ক্ষেত্রে বেশ সহায়ক। এ বিষয় মাথায় রেখেই ইয়াহুর এ অ্যাপসটি তৈরি করা হয়েছে।’ এর পাশাপাশি প্রতিষ্ঠানটি মোবাইল ফোনের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড-উপযোগী আবহাওয়া বিষয়ক একটি এবং আইপ্যাড-উপযোগী একটি সামাজিক যোগাযোগের প্রোগ্রামও তৈরি করেছে। ইয়াহুর এসব পণ্যের ব্যাপারে বাজার বিশেষজ্ঞরা জানান, বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বহনযোগ্য ডিভাইসের জন্য এ ধরনের প্রোগ্রাম বানাচ্ছে ইয়াহু। এর ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে এগিয়ে থাকা যাবে। নিত্য নানা ধরনের উদ্ভাবনের দিকেও নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি।বিনা মূল্যে ই-মেইল সেবার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ইয়াহু। তবে গুগলের বিনা মূল্যে ই-মেইল সেবা জিমেইল চালু হওয়ার পর প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ইয়াহু। তাই ই-মেইলের পাশাপাশি নানা ধরনের কার্যক্রমে এগিয়ে থাকার ব্যাপারে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।—টাইমস অব ইন্ডিয়া